- সারাদেশ
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রংপুরের গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর ওপরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
এ দুর্ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে ৮টার দিকে। নিহতরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের আখের মিয়ার ছেলে শাহ আলম (২০) ও সাইদুল ইসলামের ছেলে ওয়াজেদ মিয়া (১৬)। গুরুতর আহত হয়েছেন ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে হাসান মিয়া (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি খালি ট্রাক রংপুরের দিক থেকে পাথর নেওয়ার উদ্দেশ্যে বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল। গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর ওপরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয়রা তাদেরকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।
/এইচকে/
মন্তব্য করুন