মা-বাবার পা ধুইয়ে পূজা করলেন সন্তানরা

মা-বাবার পা ধুইয়ে পূজা করেন সনাতন ধর্মের ছেলে-মেয়েরা-সমকাল
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগu ২০২৩ | ১৮:০০
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মা-বাবার পা ধুইয়ে পূজা করেছে তিনশতাধিক সন্তান। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে গতকাল শুক্রবার এই পূজা উদযাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, গোপাল জিউর মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীনবন্ধু ঘোষ, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার প্রমুখ।
ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যের পরিচালনায় নানা উপাচার দিয়ে মা-বাবার পা ধুইয়ে পূজা করেন তিনশতাধিক সন্তান। এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়ে অনেক মা-বাবা ও সন্তানেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী প্রায় সহস্রাধিক মানুষ।
ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, বর্তমান সময়ে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো বৃদ্ধি পাচ্ছে। মা-বাবাকে এভাবে পূজা করার মাধ্যমে তাদের সঙ্গে সন্তানের ভিন্ন একসম্পর্ক সৃষ্টি হবে। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে এ কার্যক্রম আয়োজন করার ইচ্ছা আছে। তবে সব ধর্মের মানুষের জন্য মা-বাবার প্রতি শ্রদ্ধাভক্তি অনুষ্ঠানের আয়োজন করা গেলে আরও ভালো হবে।