
কারাম উৎসবে শনিবার হবিগঞ্জের চুনারুঘাটে চা বাগানের কিশোরীদের নৃত্য পরিবেশনা। ছবি-সমকাল
হবিগঞ্জের চুনারুঘাটে নলুয়া চা বাগানে ‘কারাম উৎসব’ উদযাপন করেছে চা জনগোষ্ঠী। গতকাল শনিবার ঢাকঢোল পিটিয়ে ও পূজা-অর্চনার মধ্যে দিয়ে তারা এ উৎসব উদযাপন করেন। উৎসবের বিভিন্ন আচার-অনুষ্ঠানে বাবা ও ভাইদের মঙ্গল কামনা করা হয়। সকাল থেকে এ উৎসব উদযাপনের প্রস্তুতি শুরু হয়। তবে মূল আয়োজন শুরু হয় দুপুরে।
কারাম উৎসব ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে অনুষ্ঠিত হয়ে থাকে। নলুয়া ফুটবল খেলার মাঠে কারাম ডাল পুঁতে তাতে নানা ধরনের ফুল বেঁধে দেওয়া হয়। প্রদীপ জ্বালিয়ে নানা আয়োজনে চলে উৎসব। এতে অংশ নেন নানা বয়সী নারী-পুরুষ। বিকেল সাড়ে ৪টায় নলুয়া চা জনগোষ্ঠীর আয়োজনে উৎসবে হবিগঞ্জের সুরমা, তেলিপাড়া, সাতছড়ি, বেগম খানসহ ২৪টি বাগানের চা জনগোষ্ঠীর লোকজন অংশ নেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজনসহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন।
উৎসবে চা জনগোষ্ঠী তাদের নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে। কারাম উৎসব উদযাপন কমিটির স্বেচ্ছাসেবী সংগঠন ‘অবলম্বন’ এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারাম উৎসব উদযাপন কমিটির সভাপতি ও বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ভুপন্দ্র উড়াং। হরেন্দ্র উড়াংয়ের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আকবর হোসেন জিতু, চুনারুঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, নলুয়া চা বাগানের ম্যানেজার ইফতেখারুল এনাম, সিলেট মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, কারাম উৎসবের উপদেষ্টা কপিল উড়াং ও এর সাংস্কৃতিক সম্পাদক সুবাস ঝরা প্রমুখ।
উৎসব উদযাপন কমিটির সভাপতি বলেন, কারাম একটি গাছের নাম। চা জনগোষ্ঠীর মানুষের কাছে এটি পবিত্র গাছ। মঙ্গলেরও প্রতীক। প্রতি বছর বংশপরম্পরায় উদযাপন করা হয় এ পূজা। এ উৎসব ঘিরে মুখর হয় চুনারুঘাট উপজেলার চা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। উৎসবে সম্প্রদায়ের লোকজন উপবাস করে কারাম গাছের ডাল কেটে আনেন। কারামের ডাল কেটে অস্থায়ী মণ্ডপে পুঁতে রেখে নলুয়া চা বাগানের ফুটবল মাঠে পূজা-অর্চনা, আর নাচ-গান ও গল্প বলার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।
সুবাস ঝরা বলেন, প্রতিবছর এ উৎসবে তারা অনেক আনন্দ করেন। নিজের বিপদ থেকে মুক্তি ও দেশের মঙ্গল কামনায় তারা কারাম পূজা করেন।
আওয়ামী লীগ নেতা আকবর হোসেন জিতু বলেন, চা জনগোষ্ঠীর কারাম পূজাটি ঐতিহ্যবাহী বড় একটি উৎসব।
মন্তব্য করুন