গাজীপু‌রের টঙ্গীতে একটি ওষুধ কারখানার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১টার দিকে চেরাগ আলীর কাঠাল‌দিয়া এলাকায় এস‌কেএফ ফার্মসি‌টিউক‌্যাল‌সের গুদা‌মে আগুন লা‌গে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, রোববার দুপুরে এ আগুনের সূত্রপাত ঘটে। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১টা ৫ মিনিটে। পরে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান জানান, আগুন নেভা‌তে টঙ্গী থে‌কে চার‌টি এবং উত্তরার এক‌টি ইউনিটের কর্মীরা কাজ ক‌রে‌ছে। এ আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ‌দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।