- সারাদেশ
- ডাকাতির প্রস্তুতিকালে বন্দুক ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতিকালে বন্দুক ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার

গ্রেপ্তার ৬ ডাকাত। ছবি: সমকাল
গাইবান্ধার ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ড্যাগার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আলমগীর শেখ (৩০), মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আব্দুল মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮) ও রহমত আলী। প্রত্যেকের বাড়ি ফুলছড়ি উপজেলায়। তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন রোববার তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার মধ্যরাতে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ী গ্রামের বাংলা বাজারে অস্ত্র-গুলিসহ নৌযানে ডাকাতির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, অভিযানের সময় তিন-চারজন পালিয়ে গেছেন। গ্রেপ্তারদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদের ধরতে অভিযান চলছে। তাদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির আলাদা দুটি মামলা হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান সরকার, পরিদর্শক মো. বদরুজ্জামানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন