- সারাদেশ
- বিএনপির তারুণ্যের রোডমার্চে ‘টাইগার’
বিএনপির তারুণ্যের রোডমার্চে ‘টাইগার’

বগুড়ায় বিএনপির তারুণ্যের রোডমার্চে বাঘের সাজে আসা শুকুর আলী খানের সঙ্গে ছবি ও সেলফি উঠাতে বেশ ব্যস্ত নেতাকর্মীরা। সবাই তাকে চেনেন ‘টাইগার শুকুর’ নামেই। বিএনপি নেতাকর্মীরা জানান, দলকে ভালোবেসে দুই বছর ধরে এই যুবক বাঘের সাজে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন।
শুকুর আলী খান বরগুনা জেলার সদর উপজেলার বালিয়াতলী গ্রামের পলু খানের ছেলে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের সবুজবাগ থানা যুবদলের একজন সক্রিয় কর্মী। তার দাবি, গত দেড় বছর ধরে তিনি বাড়িতে যাননি। সরকারের পতন হলে তবেই বাড়ি ফিরবেন।
২০২২ সালের শুরু থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিএনপির নানা কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে টাইগার শুকুরকে। বিএনপির দলীয় পতাকা হাতে নিয়ে বাঘের সাজে দলকে সমর্থনের পাশাপাশি নেতাকর্মীদের উৎসাহ যুগিয়ে যেতে চান তিনি।
শুকুর আলী খান বলেন, ‘গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে ইতিহাসের সাক্ষী হতে দলের সব কর্মসূচিতেই অংশগ্রহণ করি। গত দেড় বছর আমি বাড়ি যাইনি। সরকারের পতন না হওয়া পর্যন্ত বাড়িতে যাব না। এই গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে আমার অসংখ্য ভাই জীবন দিয়েছে, গুম হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে মিথ্যা মামলা ও মিথ্যা রায় দেওয়া হচ্ছে। তবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এবার সরকারের পতন ঘটিয়ে তারেক জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনবে।’
তিনি আরও বলেন, ‘সিনিয়র নেতাদের সহযোগিতায় ঢাকার পল্টন থেকে রংপুরে রোডমার্চে গিয়েছিলাম। সেখানে দেশপ্রেমিক সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে অংশ নিয়ে বগুড়ায় এসেছি। এখান থেকে রাজশাহী যাব। আমার উদ্দেশ্যে আন্দোলনের মাঠে নেতাকর্মীদের মনোবল আরও দৃঢ় করা।’
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে রাজশাহী বিভাগের ‘তারুণ্যের রোডমার্চ’ আজ রোববার সকালে বগুড়া থেকে শুরু হয়েছে। পাশের জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা জেলার নেতাকর্মীরা এই রোডমার্চে যোগদান করেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া সদর উপজেলার এরুলিয়া হাট চত্বরে এক পথসভায় রোডমার্চের উদ্বোধন ঘোষণা করেন। আজ বিকেলে রাজশাহী গিয়ে এই রোডমার্চ শেষ হবে।
মন্তব্য করুন