মৌলভীবাজারের কমলগঞ্জে মাত্রাতিরিক্ত গরমে রেললাইন বেঁকে শমশেরনগর-মনু রেল স্টেশন এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ট্রেনটি প্রায় ২০ মিনিট আটকা ছিল। খবর পেয়ে রেল কর্মচারী ও ট্রেনের কর্মচারীরা লাইনে পানি, বালি ও কাঁদা ফেলে ট্রেন চলার ব্যবস্থা করেন। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, প্রচণ্ড রোদে রেললাইন বেঁকে যায়। ফলে রেললাইনে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইন বেঁকে যাওয়ায় আটকা পড়ে। এ সময়ে ট্রেনের কর্মচারী ও রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকরা পানি, বালি ও কাঁদা ছিটিয়ে বেঁকে যাওয়া লাইন ঠিক করেন। পরে ৩টা ১৪ মিনিটে ট্রেন ছেড়ে যায়। 

রেলপথ রক্ষণাবেক্ষণকারী মিস্ত্রি রিপন মিয়া বলেন, গরমে লাইন বেঁকে যায়। 

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব বলেন, সাধারণত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে রেলপথ বাকলিং হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত গরমের কারণে লাইন বাকলিং হয়ে পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।