- সারাদেশ
- নকলসহ দুই পরীক্ষার্থী ধরা, তবুও খাতা ফেরত দিলেন কেন্দ্র কর্মকর্তা
নকলসহ দুই পরীক্ষার্থী ধরা, তবুও খাতা ফেরত দিলেন কেন্দ্র কর্মকর্তা

ফাইল ছবি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষার হলে দুই শিক্ষার্থীর কাছে নকল পেয়েও ব্যবস্থা নেননি কারিগরি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারহানা শারমিন জেবি। উপরন্তু কেন্দ্র কর্মকর্তা ফারহানা ১০ মিনিট পরে দুই শিক্ষার্থীকে উত্তরপত্র ফেরত দেন।
রোববার দুপুর ১২টায় রাঙ্গাবালী হাই এ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
পরীক্ষা সময়সূচী অনুযায়ী রোববার কারিগরি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্রে নকল করার সময় ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের দুই পরীক্ষার্থী হাতেনাতে ধরা পড়েন। এ সময় তাদের উত্তরপত্র নিয়ে যান ভিজিলেন্স টিমের সদস্য এসএম শাহাদাত হোসেন। তিনি দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফারহানাকে নির্দেশ দেন। কিন্তু কেন্দ্র কর্মকর্তা কোনো ব্যবস্থা না নিয়ে ২০ মিনিট পর ওই পরীক্ষার্থীকে উত্তরপত্র ফিরিয়ে দেন।
এ ব্যাপারে ভিজিলেন্স টিমের সদস্য ও উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. এসএম শাহাদাত হোসেন বলেন, ‘দুই শিক্ষার্থীর কাছ থেকে নকল ধরার পর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু উনি ব্যবস্থা না নিয়ে উত্তরপত্র পরীক্ষার্থীদের ফিরিয়ে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জেনে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারহানাকে শোকজ করেছেন বলে শুনেছি।’
জানতে চাইলে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারহানা শারমিন জেবি সাংবাদিকদের বলেন, ‘ভিজিলেন্স টিমের সদস্য দুই পরীক্ষার্থীর কাছে নকল পেয়ে উত্তরপত্র নিয়ে আমাকে দেন। কিন্তু আজকের বিষয়ের সঙ্গে নকলের মিল না থাকায় ১০ মিনিট পর পরীক্ষার্থীদের উত্তরপত্র ফেরত দেই।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারহানা শারমিনকে শোকজ করা হয়েছে। তাঁর জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন