ফরিদপুর ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট পালন
ফরিদপুরে ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৩
ফরিদপুরে চার দফা দাবিতে ক্লাস বর্জন করে ধর্মঘট ও বিক্ষোভ করেছেন ম্যাটস শিক্ষার্থীরা। রোববার সকাল থেকেই তারা শহরের মুজিব সড়কে এ ধর্মঘট পালন করেন।
এ সময় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবে না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ইন্টার্নশিপ বহাল রাখা, অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন।
ম্যাটসের তৃতীয় বর্ষের ছাত্র জিহাদুর রহমানের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য দেন ম্যাটস ফরিদপুরের ইন্টার্ন শিক্ষার্থী জিহাদুর রহমান অনন্ত, শাকিলা জামান আশা, ফাহমিদা আক্তার জুই, নাসরিন জাহান, তাসকিয়া তাহিয়া প্রমুখ।
- বিষয় :
- ফরিদপুর
- ম্যাটস শিক্ষার্থী
- ধর্মঘট