সুনামগঞ্জের ছাতকে জামিলা আক্তার লিয়া নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার টেঠিয়ারচর (বল্লবপুর) গ্রামের মৃত সিরাজ মিয়ার মেয়ে লিয়া হাজী কমর আলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

রোববার নিহত ওই স্কুলছাত্রীর মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, বাবা-মা না থাকায় উপজেলার কালারুকা ইউনিয়নের কাজিহাটা (নোয়াগাঁও) গ্রামে মামা মহসিন মিয়ার কাছে থাকত জামিলা আক্তার লিয়া। বাড়ির লোকজন রোববার সকালে বাথরুমের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় লিয়াকে। দ্রুত তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার এসআই মাহমুদ আলম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর ওই স্কুলছাত্রীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।