খুলনার নতুন বাজার এলাকা অভিযান চালিয়ে জেলি পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ করেছে র‌্যাব। রোববার শহরের নতুন বাজারে ‘মেসার্স এসএস ফিস ট্রেডার্স ডিপোতে অভিযান চালিয়ে এ চিংড়ি জব্দ করা হয়। 

এ সময় আসাদুল, চাঁন মিয়া, সিরাজুল, মনির, রুবেল ও রিপন শেখ নামের ৬ কর্মচারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, রিপনকে ৭ দিনের এবং বাকি ৫ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা চিংড়ি ধ্বংস করা হয়েছে।