- সারাদেশ
- বিএনপির একদফা দাবি আদায়ের আন্দোলন অসাংবিধানিক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির একদফা দাবি আদায়ের আন্দোলন অসাংবিধানিক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কারা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সিটি করপোরেশনের মেয়র। ছবি-শরিফুল ইসলাম তোতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিএনপির একদফা দাবি আদায়ের আন্দোলন অসাংবিধানিক। সরকার চাইলে এ আন্দোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত কিন্তু তা না করে সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে।
মঙ্গলবার রাজশাহীতে কারা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সদ্য পাশ হওয়া সাইবার নিরাপত্তা আইন নিয়ে আমেরিকাসহ বিভিন্ন দেশের বিবৃতি দেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জার্মান, কানাডা, আমেরিকাতেও কঠিন সাইবার সিকিউরিটি আইন রয়েছে। এতে সেসব দেশের অনেক পত্রিকা বন্ধ হয়েছে। ফলে এনিয়ে কে, কি বলল তাতে যায় আসে না, জনগণের নিরাপত্তা দেওয়া আমাদের লক্ষ্য।
সম্প্রতি চারঘাট থানার ওসির ঘুষ চাওয়ার অডিও ভাইরাল ও তাতে প্রতিমন্ত্রীর কথা উঠে আসা প্রসঙ্গে তিনি জানান, তিনি ওই ওসির জন্য কোনো সুপারিশ করেননি। ওসির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
এর আগে কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি করপোরেশনের মেয়র এএইচ খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০০৯ সালের জুনে এই প্রকল্প একনেকে পাশ হয়। ৯৪ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩৭ একর জমির উপর কারা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ শেষ হয় এবছর। এখানে একটি এমআই ইউনিট, দুইটি স্টাফ ও প্রশিক্ষণার্থী ব্যারাক, অফিসার্স মেস ও কোয়ার্টার রয়েছে।
মন্তব্য করুন