দলিলের নামজারি করার জন্য ঘুষ নেওয়ার নির্দেশনার কথোপকথন ভাইরাল হওয়ার ঘটনায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জেলা প্রশাসনের গঠিত তিন সদস্য তদন্ত কমিটি  মঙ্গলবার নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

তদন্ত কমিটিতে রয়েছেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ সেলিম হোসেন (কমিটি প্রধান), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায় এবং সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) রিয়াজ মাহমুদ।

তদন্ত কমিটি মঙ্গলবার দিনভর অভিযুক্ত সহকারী কমিশনার-(ভূমি) মো. মাসুদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার), উপজেলা ভূমি অফিস ও  ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ বলেন, তদন্ত কমিটির কর্মকর্তারা আমার কার্যালয়ে বসে তদন্ত কাজ পরিচালনা করেন।

তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ সেলিম হোসেন বলেন, তদন্ত কাজ চলমান। ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত কাজ শেষে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দেওয়া হবে। 

উল্লেখ্য, নাজিরপুর উপজেলার ইউনিয়ন ভূমি অফিস থেকে দলিল নামজারি করার জন্য ঘুষ নেওয়ার নির্দেশনা দেন উপজেলা সহকারী কমিশনার-(ভূমি) মো. মাসুদুর রহমান। এসিল্যান্ড ও তহসিলদারদের এ সংক্রান্ত কথোপকথনের একটি অডিও সম্প্রতি ভাইরাল হয়।