- সারাদেশ
- প্রধানমন্ত্রীকে কটূক্তি: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে কটূক্তি: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সদর উপজেলার নামুজা ইউনিয়নের কারিগড়পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হোসাইন ইসলাম হোসেন ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
এর আগে নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, বাদী গত ২১ জুলাই নিজের ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে দেওয়া একটি পোস্ট দেখতে পান। স্বেচ্ছাসেবক দল নেতা হোসাইন ইসলাম হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে আপত্তিকর কথা লেখা ছিল। এ ছাড়া আরেকটি পোস্টে হোসেন রাষ্ট্র ও সরকারবিরোধী বিদ্বেষমূলক বক্তব্য লিখেছেন।
এ বিষয়ে বাদী জাহিদ হাসান বলেন, ছাত্রলীগের একজন আদর্শিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কুরুচিপূর্ণ পোস্টে সংক্ষুব্ধ হয়েছি। দলের অভিভাবকের সম্মানহানি করায় মামলাটি দায়ের করেছি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন