- সারাদেশ
- ছেলের বিরুদ্ধে বাবার মামলা নিতে ওসিকে নির্দেশ
সম্পত্তি লিখে না দেওয়ায় নির্যাতন
ছেলের বিরুদ্ধে বাবার মামলা নিতে ওসিকে নির্দেশ

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে বাবা আবুল হাসিম। ছবি: সমকাল
চট্টগ্রামের কর্ণফুলীতে সম্পদ লিখে না দেওয়ায় বাবার ওপর হামলার অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা নিতে ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এ আদেশ দেন। মামলা রেকর্ড করে তিন দিনের মধ্যে আদালতকে অবহিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
বাদীর আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, কর্ণফুলী থানার জুলধা এলাকার ৭৪ বছর বয়সী আবুল হাসিমকে হত্যাচেষ্টা করেন তাঁর ছেলে ও ছেলের বউ। তারা বৃদ্ধ বাবার হাত ভেঙে দেন। কয়েকদিন আগের ঘটনা হলেও বৃদ্ধ আবুল হাকিম ও তাঁর স্ত্রী বৃদ্ধা নুরজাহান হাসপাতালে চিকিৎসা শেষে আদালতে এসে মামলাটি করেন। অভিযোগ দাখিলের পর শুনানি শেষে আদালত এটি মামলা হিসেবে রেকর্ড করে তিন দিনের মধ্যে অবহিত করার জন্য কর্ণফুলী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
নগরের কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নের ৭৪ বছরের বৃদ্ধ আবুল হাকিম ওরফে আবুল হাসেম আদালতে করা অভিযোগে বলেন, তাঁর ছেলে মোহাম্মদ ইব্রাহীম বিদেশ থেকে এসে শ্বশুরের ইন্ধনে পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন। এরই অংশ হিসেবে প্রথমে ১২ সেপ্টেম্বর সম্পত্তি লিখে দিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাদের (বাবা-মা) মারধর করেন ইব্রাহীম ও তার স্ত্রী পারভীন আকতার। ১৩ সেপ্টেম্বর সম্পত্তি লিখে দিতে ফের চাপ দেন। তাতেও রাজি না হওয়ায় আবুল হাকিমকে মেরে হাত ভেঙে দেন তার ছেলে।
মন্তব্য করুন