- সারাদেশ
- রুয়েট ছাত্রলীগের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত
রুয়েট ছাত্রলীগের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন সাত বছর পর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ দিন রুয়েট ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এবং দলের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
রুয়েট মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের হাতে খাতা-কলম তুলে দিয়ে বলেছিলেন, তোমরা লেখাপড়া করবে, মানুষ হবে, দেশ গড়বে। তারপরে সময় পেলে রাজনীতি করবে। আমরা কখনও কল্পনা করিনি বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, মেট্রোরেল হবে। দেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু হয়েছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেলসহ অনেক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।’
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম বলেন, ‘বাংলাদেশে ছাত্ররাজনীতি ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। ছাত্রদের ওপর রাজনীতি আরোপ করে দেওয়া ছাত্রলীগ বিশ্বাস করে না। আসুন গতানুগতিকার বৃত্ত ভেঙে আমরা নতুনত্বের জয়গান গাই, নতুন ছাত্ররাজনীতি আমরা বাংলাদেশে নিশ্চিত করি।’
রুয়েট ছাত্রলীগের সভাপতি ইসফাক ইয়াসশির ইপুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাঈদ কনক, এনামুল হক তানান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী।
মন্তব্য করুন