- সারাদেশ
- চট্টগ্রামে হত্যার দায়ে দুই ছিনতাইকারীর যাবজ্জীবন
চট্টগ্রামে হত্যার দায়ে দুই ছিনতাইকারীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর সিরাজদ্দৌল্লা রোডে ছুরিকাঘাতে কাজল চৌধুরী নামে এক ব্যক্তিকে খুনের দায়ে দুই ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম আদালতের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন এ রায় দেন। দণ্ডিতরা হলো নগরের কোতোয়ালি থানার জয়নগরের মো. হাছান ও ডবলমুরিং থানার হাজীপাড়ার আবু বক্কর খান রাজু।
চট্টগ্রাম অতিরিক্ত পিপি দুলাল চন্দ্র দেবনাথ জানান, কাজল চৌধুরী হত্যা মামলায় ৩০২ ধারায় দুই আসামি হাছান ও রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৩৯৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর আসামি হাছানকে কারাগারে পাঠানো হয়। আসামি রাজু পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন কাজল চৌধুরী। তাঁর ভাই উজ্জ্বল চৌধুরী নগরের মাছুয়া ঝর্ণা এলাকায় চৌধুরী ফার্মেসি চালাতেন। ২০০৪ সালের ১৩ আগস্ট রাত ১২টার দিকে ফার্মেসি বন্ধ করে নগদ টাকা নিয়ে বাসায় ফেরার পথে একটি অটোরিকশায় করে এসে চার ছিনতাইকারী তাদের ওপর হামলা করে। এ সময় তারা কাজল ও তাঁর ভাই উজ্জ্বলকে ছুরিকাঘাত করে হাতে থাকা ব্যাগসহ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী রত্না চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করেন।
মন্তব্য করুন