বাড়ি থেকে বের হওয়ার পর কয়েকজন ছিনতাইকারী সবজি বিক্রেতা মো. আক্কাস সিকদারের বুকে চাকু দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। তাঁর চিৎকারে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয় এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। আক্কাস আলী বরগুনার আমতলী থানার হাট চুনাখালী ঠিকদান এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় একটি বাড়িতে ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

স্থানীয়রা বলছেন, আক্কাস প্রতিদিন ভোরে সবজি কিনতে বাসা থেকে টাকা নিয়ে বের হতেন। পাইকারি দামে সবজি কিনে এলাকায় ভ্যানে করে বিক্রি করতেন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় বুকে চাকু দিয়ে আঘাত করেছে বলে তাদের ধারণা।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আক্কাস বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই ছিনতাইকারীরা তাঁকে জখম করে। কারা কী কারণে তাঁকে ছুরি মেরে হত্যা করেছে, পুলিশ এর রহস্য উদ্ঘাটন করবে। এ ঘটনায় মামলা হবে বলেও জানিয়েছেন তিনি।