- সারাদেশ
- স্কুলছাত্র বাপ্পি হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫ জন
স্কুলছাত্র বাপ্পি হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫ জন

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলছাত্র সাইদুল ইসলাম বাপ্পি হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামি লিটন মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার বিকেলে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ওইদিন ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া একটি অটোরিকশার অংশবিশেষও উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তাররা হলো– গোপালদী পৌরসভার উলুকান্দী পূর্বপাড়া গ্রামের লিটন মিয়া, নরসিংদী মাধবদী নোয়াকান্দি গ্রামের মো. হাফিজ, উপজেলার নৈকাহন এলাকার তৌফিকুর রহমান শিপু, একই এলাকার হযরত আলী এবং কায়িমপুর এলাকার বিল্লাল হোসেন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের দরিদ্র খোকন মিয়া অটোরিকশা চালিয়ে সংসারের খরচ মেটান। বাবাকে সহায়তা করতে প্রায়ই অটোরিকশা নিয়ে বের হতো ছেলে। সদাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম বাপ্পি। ১৩ সেপ্টেম্বর সকালে বাপ্পির অটোরিকশা ভাড়া নেয় লিটন মিয়া। পরে পরিকল্পনা অনুসারে সহযোগীদের নিয়ে বাপ্পিকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।
মন্তব্য করুন