- সারাদেশ
- শিশু অপহরণ মামলায় আটক ২
শিশু অপহরণ মামলায় আটক ২

নাটোরের নলডাঙ্গায় শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি করায় মনিরুল ইসলাম মনির ও জিহাদ আলীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
আটক মনিরুল ইসলাম মনির উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের এবং জিহাদ আলী হলুদঘর গ্রামের বাসিন্দা। অপহরণের শিকার শিশু মো. নাসিম হলুদঘর গ্রামের আনিসুর রহমানের ছেলে।
নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম জানান, গত রোববার ফুটবল খেলার কথা বলে নাসিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মনির ও জিহাদ আলী। পরে নাসিমকে আটক রেখে তার দাদা আবুল কালাম আজাদকে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি নাসিমের দাদা নলডাঙ্গা থানায় জানায়। এর মধ্যে অপহরণকারীরা রাত সাড়ে ১১টার দিকে নাসিমকে নলডাঙ্গা ব্রিজের ওপর নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে নাসিমের দাদা নলডাঙ্গা থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, আসামি মো. জিহাদ আলীর বিরুদ্ধে ২টি ডাকাতি, ১টি অপহরণ ও ১টি অস্ত্র মামলা বিচারাধীন।
মন্তব্য করুন