- সারাদেশ
- টাঙ্গুয়ার হাওরে হাউস বোটে চুরি
টাঙ্গুয়ার হাওরে হাউস বোটে চুরি

ফাইল ছবি
সুনামগঞ্জের হাওরে পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে হাউস বোটে ভ্রমণ। তবে সেখানে চুরির ঘটনায় নিরাপত্তাহীনতার কথা বলছেন পর্যটকরা।
রোববার রাতে হাওরে মায়াবতী নামে একটি হাউস বোটে চুরির ঘটনা ঘটে। সোমবার এ ব্যাপারে মামলা করেন ভুক্তভোগী এক আইনজীবী।
সেখানে পর্যটক হিসেবে ঘুরতে যাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী আঞ্জুমান আরা মঙ্গলবার চুরির ঘটনা সম্পর্কে জানিয়েছেন, হাউস বোটে ১৫-২০ জন পর্যটক ছিলেন। একসঙ্গে টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখার পর বোটে রাত্রি যাপন করেছেন টেকেরঘাট এলাকায়। সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, কাপড়চোপড় কিছুই নেই।
এ ব্যাপারে তাহিরপুর থানায় যোগাযোগ করলেও পুলিশ প্রথমে কোনো সহায়তা দেয়নি বলে জানান তিনি। পরে পুলিশ সুপারের কাছে জানালে অভিযোগ নেয় তাহিরপুর থানা।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেকার হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে। চুরি বন্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।
পর্যটকবাহী হাউস বোট অ্যাসোসিয়েশনের সদস্যরা এ পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের সর্বাত্মক সহায়তা চেয়েছেন।
মন্তব্য করুন