- সারাদেশ
- বাগেরহাটে হরিণের মাংসসহ আটক ২ জন
বাগেরহাটে হরিণের মাংসসহ আটক ২ জন

আটক ব্যক্তিদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা- সমকাল
বাগেরহাটের রামপালে হরিণের মাংসসহ শওকত সরদার (৩৭) ও শেখ হেকমত আলী (৩৯) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার সংলগ্ন ব্যাংকের মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে সাড়ে ৬ কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটক ২ জন হলেন- মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের হাসান সরদারের ছেলে শওকত সরদার এবং রামপাল উপজেলার ব্রী চাকশ্রী এলাকার শেখ আশরাফ আলীর ছেলে শেখ হেকমত আলী। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম।
তিনি বলেন, অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি মাংস জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে মাংস ধ্বংস করা হয়েছে।
মন্তব্য করুন