বাগেরহাটের ফকিরহাটে চিত্রা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ৬৩তম চৈত্র সংক্রান্তী আয়োজনে চিত্রা নদীর গোয়ালখালী থেকে গোদাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার নদী পথে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা দেখতে ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারীর বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মানুষ নদীর দুই পাড়ে ভিড় করে। নৌকা বাইচে ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মা কামনা দল চ্যাম্পিয়ন এবং একতা কলিগাতি রানার্সআপ হয়েছে।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে ফ্রিজ ও অংশ নেওয়া সকল নৌকার মালিককে টিভি উপহার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফকিরহাট মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার গোলদার, নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ প্রমুখ।  

ফকিরহাট মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার গোলদার জানান, চিত্রা  নদীতে ৬৩তম চৈত্র সংক্রান্তী আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে সকাল থেকেই এখানে উৎসবের আমেজ সৃষ্টি হয়। অনেকেই দূর-দূরান্ত থেকে ঐতিহ্যবাহী এ উৎসব উপভোগ করতে এসেছিলেন।