প্রায় দেড় বছর পর রংপুর চিড়িয়াখানায় বাঘ আনা হয়েছে।  মঙ্গলবার বিশেষ ব্যবস্থায় রোমিও ও জুলিয়েট নামে দুটি বাঘ আনে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বার আলী তালুকদার বিষয়টি জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে লাল কাপড়ে মোড়ানো লোহার দুটি খাঁচায় রংপুর চিড়িয়াখানা ফটকে বাঘ পৌঁছায়। বিষয়টি আগেভাগে জানাজানি হলে উৎসুক জনতা চিড়িয়াখানা চত্বরে ভিড় জমায়। বাঘ দম্পতিকে আনার পর বরণ করে নেওয়া হয়। এর পর তাদের শুভাগমন এবং দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে খাঁচার সামনে কেক কাটে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আম্বার আলী তালুকদার বলেন, রংপুর চিড়িয়াখানায় সর্বশেষ ‘শাওন’ নামে একটি বাঘিনি ছিল। ২০০৩ সালের ৩০ জুন ঢাকার মিরপুর চিড়িয়াখানায় এর জন্ম হয়। ২০১০ সাল থেকে রংপুর চিড়িয়াখানায় ছিল সঙ্গীহীন এই বাঘিনী। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি ১৮ বছর ৭ মাস বয়সে তার মৃত্যু হয়। এর পর থেকে বাঘশূন্য ছিল রংপুর চিড়িয়াখানা।

তিনি আরও বলেন, নতুন আনা বাঘ দুটি ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্মগ্রহণ করে। তাদের নাম রাখা হয়েছে রোমিও ও জুলিয়েট। 

রংপুর নগরীর হনুমানতলা এলাকায় ১৯৮৯ সালে রংপুর চিড়িয়াখানা গড়ে ওঠে। এটি দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়। প্রায় ২২ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানায় ৩৩ প্রজাতির ২৬০টি প্রাণী রয়েছে। প্রতিদিন রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে শত শত মানুষ রংপুর চিড়িয়াখানায় আসে। বাঘ না থাকায় দর্শনার্থী কমে যাচ্ছিল বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়।