শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রাবাসে মারামারি ও ভাঙচুরের ২৪ ঘণ্টার মধ্যে এমসি কলেজ হোস্টেলেও ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার হোস্টেলের শহীদ শ্রীকান্ত ব্লকে ছাত্রলীগের কর্মীরা ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। এর আগে সোমবার দুপুরে গায়ে ধাক্কা লাগার জেরে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীর মধ্যে মারামারি ও কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, সোমবার রাতে হোস্টেলে ছাত্রের সঙ্গে বহিরাগতদের কথা কাটাকাটি হয়। এ সময় রাসেল নামের এক বহিরাগত যুবককে মারধর করেন শিক্ষার্থীরা। ওই ঘটনার জেরে মঙ্গলবার ১০-১২ জন বহিরাগত হোস্টেলের শহীদ শ্রীকান্ত ব্লকে ঢুকে জানালা ভাঙচুর করে। খবর পেয়ে হোস্টেল সুপার জীবন কৃষ্ণ আচার্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

এমসি কলেজের প্রিন্সিপাল আবুল আনাম মো. রিয়াজ জানান, তুচ্ছ ঘটনার জেরে মঙ্গলবার হোস্টেলে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি মিটমাট করে দেওয়া হয়েছে।