- সারাদেশ
- হত্যা মামলায় তিন ভাইসহ ৭ জনের যাবজ্জীবন
হত্যা মামলায় তিন ভাইসহ ৭ জনের যাবজ্জীবন

আদালতে আসামিরা। ছবি: সমকাল
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলায় তিন ভাইসহ ৭ জনের যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকে ১০ হাজার করে টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাকুন্দিয়ার চরকাউনা গ্রামের গফুর মিয়ার তিন ছেলে আসাদ মিয়া, কাশেম ও ফালান মিয়াসহ আল আমিন, এনামুল, সুমন মিয়া, মাসুদ মিয়া। রায় ঘোষণার সময় আল আমিন ও এনামুল ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
সরকার পক্ষের আইনজীবী আবু নাসের ফারুক সঞ্জু এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, চরকাউনা গ্রামের বাসিন্দা আক্তারুজ্জামানের সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আাসামিরা আক্তারুজ্জামানের উপর রামদা ও কিরিচসহ দেশিয় অস্ত্রসহ হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী আশরাফুন্নাহার ৭ জনকে আসামি করে মামলা করেন।
মন্তব্য করুন