চট্টগ্রামে বিচারক জহির উদ্দিনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা হাজি ইকবালের ছেলে আলী আকবর ইকবালের ৫ বছরের কারাদণ্ড আপিলেও বহাল রেখেছেন আদালত। রায় ঘোষণার তারিখ থেকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন। 

পতেঙ্গার আউটার রিং রোডে রেসিং করে উল্টোপথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় বিচারককে মারধর করেন আলী আকবর। 

চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পিপি অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ বলেন, ম্যাজিস্ট্রেট আদালতের পাঁচ বছরের রায় বাতিল চেয়ে ২০২১ সালের ৮ মার্চ আসামি আলী আকবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। দায়রা জজ আদালত সাজা বহলা রেখেছেন। 

২০২০ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে উল্টোপথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করেন চট্টগ্রাম পঞ্চম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির উদ্দিন। বিচারক উল্টোপথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিষয়ে জানতে চান। এ সময় বিচারক ও তার গাড়িতে হামলা চালান আলী আকবর এবং হাসান আলী জিসান। পরে পুলিশ দুজনকে আটক করে। এ ঘটনার পরই বিচারক জহির উদ্দিনের গাড়ি চালক রাজু শেখ বাদী হয়ে আলী আকবর ও আলী হোসেন জিসানের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ২১ ডিসেম্বর অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত আলী আকবর ইকবালকে ৫ বছরের কারাদণ্ড ও হোসেন জিসানকে খালাস দেন। আকবর এখন জামিনে রয়েছেন।