ভালো দামের আশায় নিজের উৎপাদিত পাট মজুত করেছিলেন ফরিদপুরের আলফাডাঙ্গায় রফিকুল ইসলাম নামে এক কৃষক। কিন্তু মজুত করা পাট বিক্রি করার আগেই ‘দুর্বৃত্তের দেওয়া আগুনে’ ১৫০ মন পুড়ে গেছে। এতে প্রায় পৌনে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষক রফিকুলের। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। 

সোমবার রাতে উপজেলার বেলবানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমান বাজারে পাটের দাম কম। তাই বাড়ির পশ্চিম পাশে শুকনো পাট মজুত করে রাখা হয়েছিল। সোমবার বাড়িতে আমি ও আমার স্ত্রী ছাড়া কেউ ছিল না। রাত আনুমানিক পৌনে ৩টার দিকে আমার স্ত্রী এসে জানান, মশার কয়েলের আগুন শেষ হয়ে গেছে। তাই নতুন কয়েল জ্বালাতে লাইটার দরকার। তখন আমি কয়েল জ্বালিয়ে শুয়ে পড়ি। এর প্রায় এক ঘণ্টা পরে আমার স্ত্রী’র চিৎকারে ঘুম ভেঙে যাই। পাটে আগুন লেগেছে বলে চিৎকার করতে থাকেন তিনি। এ সময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আমার প্রায় ১৫০ মণ পাট মজুত ছিল, যার বর্তমান মূল্য প্রায় পৌনে চার লাখ টাকা। 

আলফাডাঙ্গা থানার ওসি মো. আবু তাহের জানান, পাট পুড়েছে, তা শুনেছি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।