রাঙামাটির বরকল উপজেলার যমচুগ এলাকা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এ সময় একজন অস্ত্রধারী আত্মসমর্পণ করে। সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের প্রান্তিক হল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে মেজর মো. খালিদ মাহরুসের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল যমচুগ এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে একটি এসএমজি, একটি চায়না রাইফেল, একটি বোমা (৪০ মিমি এএইচই এমজি ৩), এসএমজির তিনটি ম্যাগাজিন, ১৪১ রাউন্ড এসএমজি গুলি, ২৭ রাউন্ড রাইফেল গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনীর কাছে একজন অস্ত্রধারী আত্মসমর্পণ করে। সে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (মূল দল) সদস্য। উদ্ধার অস্ত্রগুলো থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।