- সারাদেশ
- শিবগঞ্জে হিমাগারে অভিযান, তিন আলু ব্যবসায়ী আটক
শিবগঞ্জে হিমাগারে অভিযান, তিন আলু ব্যবসায়ী আটক

মজুত রাখা ও চড়া দামে আলু বিক্রির অভিযোগে বগুড়ার মোকামতলায় মঙ্গলবার হিমাগার থেকে ৩ ব্যবসায়ীকে আটক করে পুলিশ- সমকাল
বগুড়ার শিবগঞ্জে আলু সংরক্ষণের হিমাগার (কোল্ড স্টোরেজ) হঠাৎ পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আলুর দাম নিয়ন্ত্রণে না এলে সীমান্ত খুলে দেওয়ার সুপারিশ করা হবে। তখন দেদার আলু ঢুকবে দেশে। মজুতকারী ব্যবসায়ীরা বিপাকে পড়ে যাবেন, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হবেন। তাই এখনও সময় আছে– আলুর দাম কমান।’
গতকাল মঙ্গলবার দুপুরে তিনি শিবগঞ্জের বিভিন্ন হিমাগারে অভিযান পরিচালনা করেন। এ সময় মোকামতলা ইউনিয়নের কাশিপুর আর অ্যান্ড আর পটেটো কোল্ড স্টোরেজে আলু মজুত রাখা ও চড়া দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন– শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের চাকলমা গ্রামের রিপন মিয়া, দেউলী ইউনিয়নের ভরিয়া গ্রামের শাহআলম ও পিরব ইউনিয়নের দাইমোল্লা গ্রামের জাহিদ হাসান।
অভিযান শেষে ডিজি সফিকুজ্জামান বলেন, ‘গত দেড় মাস আলুর বাজার অস্থিতিশীল। দেশের বিভিন্ন হিমাগারে দালালরা ইচ্ছা করেই আলুর দাম বাড়াচ্ছে। এই অপতৎপরতা থামাতে ও আলুর দাম সহনীয় পর্যায়ে আনতে সারাদেশে অভিযান চালানো হচ্ছে। দেশে আলুর পর্যাপ্ত মজুত আছে। বড় ব্যবসায়ীরা প্রতি কেজি ২৭ টাকায় বেচলেও অনেক লাভবান হবেন। খুচরা পর্যায়ে তা ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হবে।’
পরে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আলুর পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং হিমাগার মালিকদের সঙ্গে মতবিনিয় করেন ডিজি সফিকুজ্জামান। এ সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া চেম্বারের সহসভাপতি মাহাফুজুল ইসলাম রাজসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন