- সারাদেশ
- ষড়যন্ত্র ও বিদেশিদের সহযোগিতা বিএনপিকে সফল করবে না
দিনাজপুরে কৃষিমন্ত্রী
ষড়যন্ত্র ও বিদেশিদের সহযোগিতা বিএনপিকে সফল করবে না

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, হুমকি, ষড়যন্ত্র ও বিদেশিদের সহযোগিতা বিএনপিকে সফল করবে না। দলটি বলছে, সরকার পতনে তারা সর্বশেষ ঝাঁকি দেবে। এতদিন মহড়া দিয়েছে, তবে তা ব্যর্থ হয়েছে। আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। এখনও সময় আছে, আশা করি বিএনপির শুভবুদ্ধির উদয় হবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের রায় নেওয়ার চেষ্টা করবে।
মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে গ্রিনহাউস প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এবার বিপুল পরিমাণ আলু বিদেশে রপ্তানি হয়েছে। তাই দেশের বাজারে আলুর দাম বেড়েছে। তবে বীজ আলুর দাম গত বছরের মতোই থাকবে। পেঁয়াজ ও আলুর দাম নিয়ে যে সমস্যা হচ্ছে, তা সাময়িক। পরে তিনি ইনস্টিটিউটের হল রুমে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কমর্শালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া। বিকেলে কৃষিমন্ত্রী বিনা উদ্ভাবিত তেলজাতীয় ও অন্যান্য ফসলের জাতের সম্প্রসারণবিষয়ক আঞ্চলিক কর্মশালায় অংশ নেন।
মন্তব্য করুন