ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের

প্রতীকী ছবি

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:১০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:১০

যশোরের অভয়নগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহাদুর মোড়ল (৪২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আহাদুর মোড়ল উপজেলার ধোপাদী গ্রামের মোন্তাজ মোড়লের ছেলে।

নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম জানান, আহাদুর রহমান, রোকনুজ্জামান ও আব্দুল্লাহ সরদার ধোপাদী বিলে মাছের ঘেরে কাজ করছিলেন। সকালে বৃষ্টি শুরু হয়। এসময় ঘের থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন তারা। হঠ্যাৎ বজ্রপাতে আহাদুর ঘটনাস্থলেই মারা যান। অন্যরা আহত হন।

নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওযার্ডের কাউন্সিলর তালিম জানান, ধোপাদী গ্রামের আহাদুর মোড়ল নামে এক দিনমজুর বজ্রপাতে মারা গেছেন।

আরও পড়ুন