ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

কুমিল্লা

শিশু আরিয়ান হত্যায় বিল্লালকে খুঁজছে পুলিশ

শিশু আরিয়ান হত্যায় বিল্লালকে খুঁজছে পুলিশ

পালাতক বিল্লাল পাঠান

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২:০৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১১

কুমিল্লার তিতাস উপজেলায় শিশু আরিয়ান হত্যায় বিল্লাল পাঠানকে (৩১) খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকে বিল্লাল পলাতক রয়েছেন। তিনি উপজেলার কড়িকাদি ইউনিয়নের বিরাম কান্দির মো. খলু পাঠানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, কড়িকাদি ইউনিয়নের কলা কান্দি গ্রামের প্রবাসী আবুল কাশেমের ৭ বছরের শিশু আরিয়ান গত ১৬ আগস্ট বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর ১৯ আগস্ট বাড়ির পাশে কাশবনের ঝোপঝাড় থেকে আরিয়ানের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ২০ আগস্ট তিতাস থানায় আরিয়ানের মা খোরশেদা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় আসামি করা হয় একই বাড়ির জামাল মিয়ার স্ত্রী শেফালী বেগমসহ অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে। 

পরে মামলার একমাত্র আসামি শেফালী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ৭-৮ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আদালত শেফালীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু হত্যার রহস্য উদঘাটন হয়নি। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বিল্লাল পাঠান। তিনি শেফালীর বোনের জামাই। 

পুলিশের ধারণা, শেফালীর সঙ্গে বিল্লাল পাঠানের অবৈধ সম্পর্ক রয়েছে। তাদের অনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী হতে পারে শিশু আরিয়ান। আর তা ধামাচাপা দিতেই আরিয়ানকে হত্যা করা হতে পারে। 

নিহত শিশু আরিয়ান

এরই মধ্যে বিল্লালকে আটক করতে পুলিশের একাধিক টিম সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। 

নিহত আরিয়ান বাবা আবুল কাশেম বলেন, আমার ৪ মেয়ে এক ছেলে ছিল। তারা আমার একমাত্র ছেলেকে মেরে ফেলেছে। পুলিশ মামলার কোনো অগ্রগতি আমাদের জানায় না। তারা শুধু বিল্লালকে খুঁজছে। বিল্লালের সন্ধান যদি কেউ দিত পারে আমি ব্যক্তিগতভাবে তাকে পুরস্কৃত করব।

মামলার তদন্তকারী কর্মকর্তা তিতাস থানার ওসি (তদন্ত) মো. নয়ন মিয়া বলেন, তদন্তের স্বার্থে মামলার অগ্রগতি হয়তো আমরা সবাইকে জানাতে পারছি না, তবে পলাতক বিল্লাল পাঠানকে আটক করত পারলে এ হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। 

তিনি বলেন, বিল্লালের সঙ্গে শেফালীর একটি অনৈতিক সম্পর্ক ছিল। বিল্লাল ঘটনার সঙ্গে জড়িত না থাকলে তিনি গত এক মাস ধরে আত্মগোপনে থাকতেন না।

আরও পড়ুন