ছিনতাইয়ে বাধা দিয়ে খুন হন সবজি বিক্রেতা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৫০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৫০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা আক্কাস সিকদার হত্যায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের মিজমিজি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। তিনি বলেন, ছিনতাইয়ে বাধা দেওয়ায় আক্কাসকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে বলে স্বীকার করেছে।
গ্রেপ্তার তরুণরা হলো, মিজমিজি বাতানপাড়ার মো. জোবায়ের হোসেন (২২) ও মো. মৃদুল ওরফে মিদুল (২০)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল ও ছিনতাই করা নগদ টাকাও জব্দ করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে মিজমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের কাছে ছিনতাইকারীদের হামলায় নিহত হন আক্কাস সিকদার। তিনি বরগুনার আমতলী থানাধীন চুনাখালীর নুর মোহাম্মদ সিকদারের ছেলে। পরিবার নিয়ে বাতানপাড়া তালতলা ক্লাব এলাকার ভাড়া বাসায় থাকতেন। আড়ত থেকে সবজি কিনে ভ্যানে বিক্রি করতেন আক্কাস।
গ্রেপ্তার তরুণরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, চার ছিনতাইকারী মঙ্গলবার ভোরে আক্কাসের পথরোধ করে। তিনি টাকা লুটে বাধা দিলে তারা ছুরিকাঘাতে হত্যা করে ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, এ ঘটনায় আক্কাসের ভাই ইব্রাহিম সিকদার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও দস্যুতা আইনে মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সিসি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। পরে দু’জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- হত্যা
- ছিনতাই