ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

রংপুরে মতবিনিময়

বিশেষ শিল্প সহায়ক নীতি গ্রহণের আহ্বান

বিশেষ শিল্প সহায়ক নীতি গ্রহণের আহ্বান

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয় - সমকাল

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৫

রংপুর বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বৃহস্পতিবার চেম্বার মিলনায়তনে এ সভা হয়। 

সভায় উন্নত ও অনুন্নত অঞ্চলে একই হারে শুল্ক, কর ও ঋণের সুদহার প্রযোজ্য থাকায় এ বিভাগে শিল্পায়ন হচ্ছে না বলে মত দেন ব্যবসায়ীরা। এ জন্য তারা পিছিয়ে পড়া এ বিভাগের জন্য বিশেষ শিল্প-সহায়ক নীতি গ্রহণের আহ্বান জানান। 

বক্তারা রংপুর বিভাগের স্ব-স্ব জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, মোঘলহাট-গীতালদাহ ও চিলাহাটী-হলদিবাড়ী স্থলবন্দর চালু, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণসহ কার ও শুল্ক সহনশীল পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান।

চেম্বারের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ব্যবসায়ীরা ব্যবসা করবেন। আর তারা ব্যবসা করা মানেই হচ্ছে দেশে নতুন কর্মসংস্থান বৃদ্ধি পাওয়া। কারণ তারা নতুন নতুন উদ্যোগ নিলে কর্মসংস্থান বাড়বে। বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে রংপুর অঞ্চলের ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এ ছাড়া তিনি মতবিনিময় সভায় তুলে ধরা দাবিগুলো সরকারের নীতিনির্ধারণী মহলে তুলে ধরে পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, বিভাগের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার নাহিদা ফরিদী, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। এ ছাড়া রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চেম্বারের প্রতিনিধিরা বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা তুলে ধরেন। 

আরও পড়ুন