ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

অজ্ঞান করে অটোরিকশা চুরি করতেন তিনি

অজ্ঞান করে অটোরিকশা চুরি করতেন তিনি

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৩১ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৩১

নওগাঁর বদলগাছীর চকবেনী এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা রাজু মন্ডলকে (৪০) আটক করেছে র‌্যাব। এসময় ভিকটিম জিল্লুর রহমানকেও উদ্ধার করা হয়। শুক্রবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটক রাজু বগুড়ার শিবগঞ্জ উপজেলার নগরজান গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি রাজু মন্ডল আন্তঃজেলা চোর চক্রের সদস্য। সে বিভিন্ন জেলায় গিয়ে প্রথমে সারাদিনের জন্য অটোরিকশা ভাড়া করে, এরপর সন্ধ্যা হলে অটোড্রাইভারকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। আসামির স্বীকারোক্তিতে জানা যায়, এর আগেও বিভিন্ন জেলায় সে ৫টি ইঞ্জিনচালিত অটোরিকশা একই কায়দায় চুরি করেছে। 

গত বুধবার দুপুরে জেলার পত্নীতলা উপজেলায় রাজু মন্ডল এক হাজার টাকায় সারাদিনের জন্য অটোরিকশা ভাড়া নেয়। পরবর্তীতে দিন গড়িয়ে রাত হলে কৌশলে ভিকটিমকে চেতনানাশক জুস খাইয়ে অজ্ঞান করে। ভিকটিমকে সুবিধাজনক জায়গায় ফেলে দেওয়ার সুযোগ খুঁজে বেড়াচ্ছিল। তখন তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সোর্সের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প চোরচক্রের মূলহোতাকে আট্ক করে এবং ভিকটিমকে উদ্ধারপূর্বক হাসপাতালে ভর্তি করায়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন