নাজমুল হুদার কবরে তৃণমূল বিএনপির শ্রদ্ধা

নাজমুল হুদার কবরে শ্রদ্ধা জানায় দলটির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতারা। ছবি-সমকাল
দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২০
ঢাকার দোহারে তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার কবরে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতারা। শুক্রবার উপজেলার শাইনপুকুরে নাজমুল হুদার বাড়িতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল হয়।
এ সময় তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বলেন, তৃণমূল পর্যায় থেকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশের উন্নয়ন ঘটিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে। এরই মধ্যে আমাদের একটি কমিটি গঠন হয়েছে। তৃণমূল থেকে জনগণকে সচেতন করে অল্প সময়ের মধ্যে আমরা শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হতে পারব বলে আশা করি।
দলের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা বলেন, বাবার স্বপ্ন পূরণে তাঁর আদর্শ বুকে ধারণ করে তৃণমূল বিএনপিকে একটি শক্তিশালী দলে পরিণত করব ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মজুমদার, ভাইস চেয়ারপারসন মেজর (অব.) ডা. হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল করিম, কোষাধ্যক্ষ শামীম আহসান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, সহসাংগঠনিক সম্পাদক কামাল মোড়ল, দপ্তর সম্পাদক এ কে সাইদুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল সবুজ প্রমুখ।