একজনকে পিটিয়ে হত্যা

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
জকিগঞ্জের কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামে শুক্রবার বিকেলে আবুল হোসেন লিচু নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
একই গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে লিচুর সঙ্গে প্রতিবেশী জাকারিয়া আহমদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে জাকারিয়া আহমদ, জোবেল আহমদ ও মামন আহমদসহ কয়েকজন লিচুকে রড, লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক। তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।
- বিষয় :
- পিটিয়ে হত্যা
- জকিগঞ্জ