অটোরিকশাচালকের গলাকাটা লাশ বাগানে

প্রতীকী ছবি।
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৪
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক অটোরিকশাচালককে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।
নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে।
আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে পুলিশ চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর এলাকার ফটিকবাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ লাশের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে। ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে থানায় নিয়েছে। তবে তাদের নাম-ঠিকানা বলতে চায়নি। চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রনির পাশের বাড়ি ফটিকবাড়ির এক নারী শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। স্থানীয় লোকজন এসে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা লাশটি রনির বলে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা রনিকে অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে গেছে।
চাটখিল থানার ওসি মোহাম্মাদ গিয়াস উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
চাটখিল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস বলেন, হত্যার শিকার ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। আজ তাদের পাশের ঘরের লোকের সঙ্গে ঝগড়া হয়েছিল। ওই ঘটনায় নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা নিয়ে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- হত্যা
- লাশ উদ্ধার
- নোয়াখালী