ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

পোশাক কারখানার ২ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোশাক কারখানার ২ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৫

গাজীপুরের কালিয়াকৈরের পৃথক স্থান থেকে পোশাক কারখানার দুই কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে সফিপুরের আহম্মদনগরের একটি পেঁপে বাগানে পাওয়া যায় সোহেল রানার (৩২) লাশ। একইদিন বোর্ডমিল এলাকার একটি ফ্ল্যাটের বারান্দা থেকে ইয়ানুর হোসেন (২৩) নামের আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

সোহেলের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে। তিনি ওই উপজেলার বরচুনা সড়কপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

সোহেল সফিপুর আন্দারমানিক পশ্চিমপাড়ার ফারুক হোসেনের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়ায় থাকতেন। কাজ করতেন ওই এলাকার মাহমুদ ডেনিস কারখানায়।

পরিবারের বরাতে পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে কলহ চলছিল সোহেলের। শুক্রবার রাতে আহম্মদনগরের একটি পেঁপে বাগানের ভেতর সজনে গাছে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। আজ সকালে পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে শিশুরা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

মৌচাক ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোহেলের লাশ হস্তান্তর করা হয়েছে।

ইয়ানুর দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৌয়ালধর এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে। পূর্বচান্দরা বোর্ডমিল এলাকার কাঁঠালতলার নাসির হোসেনের বাড়ির চতুর্থতলায় ভাড়া থাকতেন তিনি। কাজ করতেন স্থানীয় লিবাস নামের একটি পোশাক তৈরির কারখানায়।

ভাড়া বাসার বারান্দা থেকে আজ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন