ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

ওসি পরিচয়ে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান

ওসি পরিচয়ে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান

ফাইল ছবি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

রাজবাড়ীর বালিয়াকান্দি থানার ওসির পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ চক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শনিবার দুপুরে থানার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছে পুলিশ।

থানার ফেসবুক স্ট্যাটাসে ওসি জানান, ‘কতিপয় অসাধু চক্র ওসি বালিয়াকান্দি পরিচয় ব্যবহার করে বিভিন্ন সাধারণ জনগণের নিকট টাকা দাবি করছে। ইতিমধ্যেই কয়েকজন আমাকে ফোন দিয়ে জানতে চেয়েছিলেন। সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন। ওসি বালিয়াকান্দি, রাজবাড়ী।’

উপজেলার নলিয়াগ্রাম খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জগৎ জ্যোতি বিশ্বাস বলেন, ‘একটি নম্বর থেকে ওসি পরিচয়ে আমাকে ফোন করে বলেন, আপনার নাম্বারে ভুল করে আমার ১৬ হাজার টাকা চলে গেছে। আপনি টাকা দ্রুত দিয়ে দেন। ওসি পরিচয়দানকারী ব্যক্তি গালিগালাজ করেন। পরে বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামানকে ফোন করে বিষয়টি জানিয়েছি।’

বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, প্রতারক চক্র টাকা হাতিয়ে নিতে অভিনব কৌশল অবলম্বন করেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

আরও পড়ুন