ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ২০:২৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ২০:২৯

পাবনার সাঁথিয়ায় এক গৃহবধূর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে ইমোতে ছবি পাঠিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে আল আমিন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। আল আমিন উপজেলার ভৈরবপুর গ্রামের রমজান খন্দকারের ছেলে।

এদিকে ভিডিও ধারণের প্রতিবাদ করায় ভুক্তভোগী গৃহবধূর পরিবারের ওপর হামলা চালানো অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী থানায় মামলা করার পর শনিবার রাতে মোশারফ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোশারফ অভিযুক্ত আল-আমিনের ভাই। মামলা করার পর থেকে আল আমিন পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর নিজ বাড়িতে গৃহবধূর গোসলের মুহূর্তের ভিডিও ধারণ করেন আল আমিন। বিষয়টি গৃহবধূ টের পেলে গোপনে ভিডিওটি মুছে ফেলার জন্য আল আমিনকে অনুরোধ করেন। এরপর রনি হোসন নামে একটি ইমো নম্বর থেকে গৃহবধূর স্বামীর ইমোতে ছবি পাঠিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চক্র। টাকা না দিলে ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করার হুমকি দেওয়া হয়। শনিবার সকালে স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসেন। এমন সময় আপত্তিকর ভিডিও ধারণকারী লোকজন নিয়ে গৃহবধূর আত্মীয়-স্বজনদের ওপর হামলা চালায়। এ হামলায় স্থানীয় মসলেম মোল্লার ছেলে সামাদ (৪০) আহত হন।

গৃহবধূর স্বামী জানান, আল আমিন আমার স্ত্রীর গোসলের গোপন ভিডিও ধারণ করে ইমোতে ছবি পাঠিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এ ব্যাপারে শনিবার দুপুরে সাঁথিয়া থানায় একটি অভিযোগ করার পর রোববার মামলা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন জানান, আমি বিষয়টি মীমাংসার জন্য আল আমিনের স্বজনদের বারবার বলেছি। তারা মীমাংসা না করে বরং তাদের ওপর হামলা চালিয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মোশারফ নামের একজনকে গ্রেপ্তার করে রোববার পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 



আরও পড়ুন