নাটোরে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

নিহত অভি রহমান
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ২২:৪৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ২২:৪৩
নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অভি রহমান (২০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মো. মিম আহমেদ নামে অপর এক আরোহী।
রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার নিংগইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অভি উপজেলার ভুলবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে ও সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অভি তার বন্ধু মিমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে নাটোর যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে অভি ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ও তার বন্ধু মিম সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন। আহত মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর জনতা ট্রাক আটক করে। পরে পুলিশ থানা হেফাজতে নিয়ে আসে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
- বিষয় :
- নাটোর
- নিহত
- ছাত্রলীগ
- সড়ক দুর্ঘটনা