ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

বাসের নিচে ঝাঁপ দিতে চেয়েছিল সে

বাসের নিচে ঝাঁপ দিতে চেয়েছিল সে

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

ঢাকার সাভারে বাসের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যাচেষ্টার সময় এক কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয় জনতা ও পুলিশ। শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়। গৃহশিক্ষকের কাছে আড়াই মাস আগে ধর্ষণের শিকার হয়েছিল বলে জানায় মেয়েটি। তার ভাষ্য, এরপর থেকে ওই শিক্ষক তাকে ব্ল্যাকমেইল করে হুমকি দিচ্ছিল। পরে সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

পুলিশ শনিবার রাতেই গ্রেপ্তার করে রকিবুল কবির শিপন (৩১) নামের ওই যুবককে। সে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার মৃত নুরুজ্জামানের ছেলে। দেওগাঁও জয়তুন নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রকিবুল। ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাকসুদ উল্লাহ মামুন গতকাল রোববার বলেন, নানা অভিযোগের কারণে রকিবুল কবিরকে সম্প্রতি বিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আনুমানিক ৬ মাস ধরে দশম শ্রেণির ওই ছাত্রীকে বাসায় গিয়ে পড়াতো রকিবুল। বিভিন্ন সময় সে মেয়েটিকে কুপ্রস্তাব দেয়। কিশোরী এতে রাজি হয়নি। আড়াই মাস আগে তাকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে রকিবুল। লজ্জায় এতদিন বিষয়টি গোপন রাখে ভুক্তভোগী। সম্প্রতি রকিবুল তাকে হুমকিধমকি দিয়ে ব্ল্যাকমেইল করে আসছিল।
এতে মেয়েটি আত্মহত্যা করতে যায় বলে জানান তার বাবা। তিনি বলেন, ‘পড়ানোর সুযোগে খালি বাসায় আমার মেয়েকে ধর্ষণ করে রকিবুল। পরে ব্ল্যাকমেইল শুরু করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, শনিবার রাতে মেয়েটির বাবার মামলায় রকিবুলকে গ্রেপ্তার করেন। রোববার ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকের ওসিসিতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন