ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

ধোলাইখালে বিএনপির সমাবেশ শুরু

ধোলাইখালে বিএনপির সমাবেশ শুরু

সোমবার দুপুর পৌনে তিনটায় আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০:০৬

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি  আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। 

আজ সোমবার দুপুর পৌনে তিনটায় আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


তিনটি পিকআপে করা হয়েছে ভ্রাম্যমাণ মঞ্চ। সমাবেশে যোগ দিতে বেলা ১১টা থেকেই মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। 

সমাবেশকে কেন্দ্র করে ধোলাইখাল, রায়েরশাহ বাজার, কোর্ট কাচারি, নয়াবাজার, দয়াগঞ্জে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

আরও পড়ুন