যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলু মোল্যা। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলু মোল্যাকে ফরিদপুরের নগরকান্দা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবুল জেলার ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে র্যাব জানায়, রোববার রাত সাড়ে বারোটা দিকে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের নগরকান্দা থানার কাইচাইল এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সাজাপ্রাপ্ত বাবুলকে গ্রেপ্তার কার হয়। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক। তার বিরুদ্ধে ২০১৩ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা হয়। মাদক মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
- বিষয় :
- ফরিদপুর
- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন
- মামলা
- র্যাব