ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগে এমপি লাবু

সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগে এমপি লাবু

গণসংযোগে এমপি শাহদাব আকবর লাবু চৌধুরী। ছবি: সমকাল

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩৫

আওয়ামী লীগের গত ১৫ বছরের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে গণসংযোগ করেছেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা উপজেলা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর লাবু চৌধুরী।

সোমবার বিকেলে সালথার বিভিন্ন এলাকা ও হাটবাজারে গণসংযোগ করেন তিনি।

লাবু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আজ সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

গণসংযোগে প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার পথিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন