ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

বাস থেকে ১৭ বস্তা ফুচকা-কোল্ড ড্রিঙ্কস জব্দ

বাস থেকে ১৭ বস্তা ফুচকা-কোল্ড ড্রিঙ্কস জব্দ

ফাইল ছবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫১

সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাসে ভারত থেকে অবৈধভাবে আনা ১৭ বস্তা মালপত্রসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার ইছগাঁও কাটাগাঙ্গ সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও পণ্য জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামের মৃত রাজ আমিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে নজির হোসেন (২৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত তজমিল আলীর ছেলে ফরহাদ আলম সাগর (২৪)।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ উপজেলার ইছগাঁও কাটাগাঙ্গ সেতু এলাকায় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল-শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে। এ সময় বাসটির মালপত্র রাখার স্থান থেকে ভারতে তৈরি ১৭ বস্তা ফুচকা, হরলিক্স ও কোল্ড ড্রিঙ্কস জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এনে ঢাকায় বিক্রি করতে নেওয়ার পথে এসব পণ্য জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওসি জানান, চোরাচালানের পণ্য পরিবহন করায় যাত্রীবাহী বাসটিও জব্দ করা হয়েছে। তবে বাসে থাকা যাত্রীদের অন্য গাড়িতে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন