নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আরও ২ জন গ্রেপ্তার

প্রক্সির ঘটনায় গ্রেপ্তার দুইজন। ছবি-সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:১৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:১৪
সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে কর্মচারী নিয়োগ পরীক্ষায় 'প্রক্সির' ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। সোমবার রাতে জেলা প্রশাসনের পক্ষে ‘ডেপুটি রেভিনিউ কালেক্টর’ শিমুল আক্তার বাদী হয়ে মামলাটি করেন।
গ্রেপ্তাররা হলেন- জেলার তাড়াশের বারুহাস ইউনিয়নের দিঘড়িয়া গ্রামের মুকুল হোসেনের ছেলে সবুজ হাসান ও বেলকুচির সড়াতৈল ইউনিয়নের গোপালপুর গ্রামের জেলহাক আলীর ছেলে রাকিব
হাসান। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনের ‘প্রক্সির’ ঘটনায় মোট নয়জন গ্রেপ্তার হলেন।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে হাতের লেখার গরমিল পাওয়ায় সোমবার রাতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের ২০তম গ্রেডের কর্মচারী (অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী) পদে নিয়োগ পরীক্ষায় প্রতারণামূলক ‘প্রক্সির’ সহায়তা নেওয়ায় গত দুইদিনে ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
- বিষয় :
- প্রক্সিকাণ্ড
- গ্রেপ্তার
- পুলিশ