যুবদল নেতা রিপনের মুক্তির দাবিতে মিছিল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫১
চট্টগ্রামের পটিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও যুবদলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক এস এম রেজা রিপনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পটিয়া পৌরসভা ও উপজেলা শাখা ছাত্রদল ও যুবদল।
মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌর সদরের মাজার গেইট এলাকা থেকে শুরু করে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পুনরায় মাজার গেইটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রদল নেতা ইমরান হোসেন রিমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন– ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম রাহুল, আশরাফ, ইরফান উদ্দিন ফাহিম, রাহুল, আরমান উদ্দিন জীবন, মিজানুর রহমান, ইরফান মাহমুদ নিশাদ, লিটন মিত্র, রুবেল, পারভেজ, রিমেল কুমার মিত্র, জুয়েল, আনোয়ার, আজম খান, সাফি প্রমুখ।
পটিয়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে যুবলীগ নেতার করা বিস্ফোরক মামলায় যুবদল নেতা রিপনসহ ১৮ জন বিএনপি নেতাকর্মীকে রোববার কারাগারে পাঠানো হয়।
- বিষয় :
- যুবদল নেতা
- মুক্তি দাবি
- মিছিল
- বিক্ষোভ মিছিল